Sunday, 5 April 2020

নিস্তব্ধতার বিদায়ী সংকেত

কালো লিকলিকে ঠ্যাংজোড়া চাটাই থেকে বের হয়ে উঁকি মেরে চারপাশ ভালো করে দেখে নিচ্ছে। মাগরিবের পরের সময়টা কেমন যেন আবছায়া আলো। সাড়েতিন হাত নিচে যাওয়ার আগে যতটুকু দেখে নেওয়া যায়। শুধু কোথা থেকে যেন বিশ্রী একটা পঁচা গন্ধ অনেকক্ষণ ধরে নাকে লাগছে। এমনিতে অবশ্য শাহিন ছেলেটা বড্ড ঢ্যাঙা; ওই সিগনাল ল্যাম্পদেরও টেক্কা দিয়ে ফেলতে পারে। আর কে না জানে লম্বা লোকগুলোর থলথলে মগজের কারিকুরি তো সব হাঁটুতে।
মগজ দেখলে মাঝে মাঝে এনার্জি বাল্ব এর কথা মনে পড়ে যায়।



ছবিঃ রিফাত,  লেখাঃ রিয়াসাত

No comments:

Post a Comment

মাতাল নদীর রোদ ও পিংক ফ্লয়েড

এক লোক ট্রল করে ফেবু তে এই লোকের গাওয়া পিংক ফ্লয়েডের উইশ ইউ আর হিয়ার এর বাংলা ভার্শান দিলো ।  বাট আমার গান টা অসম্ভব ভালো লাগে । এক ধরণের ঘো...