Sunday, 5 April 2020
স্কুল
চিলেকোঠার কিছু মিথ্যে বালি
শত সত্য জন্মের বয়ে চলা
অনুভূতির গভীরে মৃদু আলো
স্মৃতির ঝড়ে হারিয়ে যায়
কোথায়? কোথায়? কোথায়?
------------------------------------------------
অজস্র রোদের বৃষ্টিতে ভেজা
সবুজ চাদরের মায়ায়
শুভ্রতার কুয়াশায় মাখা
অর্বাচীন সেই ছায়ায়
চিরপরিচিত ভুল
আমাদের স্কুল
---------------------------------------------------
নবীন কায়ায় ঘেরা প্রবীর আবরণ
ছায়ামাখা কিছু পাতার আলিঙ্গন
লুকিয়ে আছে আমার ছেলেবেলা
হারিয়ে যাওয়া অস্তিত্বের মেলা
কোথায়? কোথায়? কোথায়?
------------------------------------------------
অজস্র রোদের বৃষ্টিতে ভেজা
সবুজ চাদরের মায়ায়
শুভ্রতার কুয়াশায় মাখা
অর্বাচীন সেই ছায়ায়
চিরপরিচিত ভুল
আমাদের স্কুল
- রিফাত আহাম্মেদ
Subscribe to:
Post Comments (Atom)
মাতাল নদীর রোদ ও পিংক ফ্লয়েড
এক লোক ট্রল করে ফেবু তে এই লোকের গাওয়া পিংক ফ্লয়েডের উইশ ইউ আর হিয়ার এর বাংলা ভার্শান দিলো । বাট আমার গান টা অসম্ভব ভালো লাগে । এক ধরণের ঘো...

-
ছোটবেলায় একবার খাতায় কলম দিয়ে নদী আর নদীতে পানি আঁকছিলাম। সবে মাত্র পেন্সিল থেকে কলমে গিয়েছি, তাই হুট হাট কলম ধরার ব্যাপারে আম্মুর অলিখিত নি...
-
২৬ নভেম্বর ২০১৩ ( ইন্টার ফার্স্ট ইয়ারের সময়কার , সবে স্কুল ছাড়ার কষ্ট একটু একটু করে বুকে লাগা আরম্ভ করেছিল মাত্র ) নোয়াখালী জিলা স্কুল -...
No comments:
Post a Comment