২৬ নভেম্বর ২০১৩ ( ইন্টার ফার্স্ট ইয়ারের সময়কার , সবে স্কুল ছাড়ার কষ্ট একটু একটু করে বুকে লাগা আরম্ভ করেছিল মাত্র )
নোয়াখালী জিলা স্কুল
-----------------
ফেলে এসেছি অনেক দূরে
তবু আছি সারাক্ষণ ,
আর কখনো ফিরে পাবার নয়
তবু পড়ে আছে মন।
সোনালী উজ্জ্বল রোদে রাঙ্গা
সোনালী সেই দিন,
মনের পাতায় আজো তাজা হয়ে আছে
স্মৃতি গুলো অমলিন।
চার প্রহরের বিরতি তে
যেতাম সুপার মোহাম্মদীয়া,
পেটায় নমঃ করিতাম মোরা
ডাল পরোটা দিয়া।
অনেক উপরে উঠছি মোরা
ফেলে সোনালী দিন,
স্বপ্নের সেই ক্ষণের পিছুটান
বাড়ছে প্রতিদিন।
স্বপ্নপুরীর মাঝে ছিল
একটা ভুতের বাড়ি,
ভুত তো নয়, বসত সেখানে
আড্ডার রসালো হাঁড়ি।
হরেক রকম শিক্ষকদের
হরেক রকম ক্লাস,
কেউ আসত বেত নিয়ে
কেউ চোখে সানগ্লাস ।
বাড়ির কাজের জন্য ঝাড়ি
থাকত প্রতিদিন,
তবুও কেউ বাড়ির কর্ম
করতনা কোন দিন।
সারা বছরে সবার জন্য
৩ টা অগ্নিপরীক্ষা,
সারা বছর পড়া না হলেও
তখন হত শিক্ষা।
-কিরে, পরীক্ষা কেমন হল?
-আব্বা, সেইরাম হইছে
রেজাল্ট দিলে -ফেল করছি
এইবার কাম সারছে।
বাঁদরের এই আস্তানা তেও
পেয়েছি মানবিক শিক্ষা,
শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে
পেয়েছি মোরা দীক্ষা।
বাস্তবতা আর স্বপ্ন মিশে
হয়ে আছে একাকার ,
স্মৃতির পাতা খুললেই শুনি
চাপা শব্দের হাহাকার।
যতদুরে যাই এই আঙ্গিনা ছেড়ে
তবু যাবনা কোন দিন,
যেখানেই যাই, যেখানে হারাই
হাঁটব এই আঙ্গিনায় চির দিন
-রিফাত আহাম্মেদ
২৬ নভেম্বর ২০১৩
Subscribe to:
Post Comments (Atom)
মাতাল নদীর রোদ ও পিংক ফ্লয়েড
এক লোক ট্রল করে ফেবু তে এই লোকের গাওয়া পিংক ফ্লয়েডের উইশ ইউ আর হিয়ার এর বাংলা ভার্শান দিলো । বাট আমার গান টা অসম্ভব ভালো লাগে । এক ধরণের ঘো...
-
ছোটবেলায় একবার খাতায় কলম দিয়ে নদী আর নদীতে পানি আঁকছিলাম। সবে মাত্র পেন্সিল থেকে কলমে গিয়েছি, তাই হুট হাট কলম ধরার ব্যাপারে আম্মুর অলিখিত নি...
-
এক্সপেক্টেশান আর রিয়েলিটি পুরোপুরি আপেক্ষিক। প্রিভিয়াস রিয়েলিটির উপর এক্সপেক্টেশান গড়ে ওঠে, আবার সেই এক্সপেক্টেশান রিয়েলিটিকে প্রভাবিত ...
No comments:
Post a Comment