Sunday, 5 April 2020

দ্যা ব্লিস, অন্যসময় ও রুপকের জন্য ভালোবাসা



নাইন্টিজ এর ছেলেমেয়েদের কাছে অনেক কিছুই খুব সাদামাটা অথচ খুবই তীব্র আবেগের ভালোবাসামাখা বস্তু। এই যেমন বিটিভির ইত্যাদি, বিকেল বেলার ক্রিকেট, অথবা নতুন নতুন কম্পিউটার চেনা চোখ দুটোয় সবুজ নীলের মিশেলে মায়াবি এক ওয়ালপেপার।
না না,তখনো যান্ত্রিকতা গ্রাস করেনি সবাইকে। তোলা কাপড় চোপড় অথবা বিছানার চাদরের মত কম্পিউটার ও তোলা যন্ত্র, যা যখন তখন ধরা যায় না, অনেক্ষন পড়ালেখার পর একটুখানি গেইম খেলার জন্য নিজের ধৈর্যের সর্বোচ্চটা দিয়ে পড়ার টেবিলে বসে থাকতে হত।

আমার জন্য সেই সময়ের উইন্ডোজ কম্পিউটারে ডিফল্ট ওয়ালপেপার "দ্যা ব্লিস" টা ও চরম ভালোবাসায় মোড়ানো ছিল। ১৯৯৮ এ চার্লস ও রেয়ার এর রেয়ার একটা ফ্রেম,অথচ যেটি তিনি তুলেছিলেন প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার সময়। নাপা ভ্যালীর পথে হুট করে গাড়ি থামিয়ে রৌদ্রজ্জল দিনে নতুন আসা আঙ্গুরের আঙ্গুরক্ষেতের ছবি তুললেন,যেই ছবিটা পরবর্তীতে কোটি মানুষ দেখেছে, যেই ছবিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশিবার দেখা আলোকচিত্র।


পরম ভালোবাসার এই ছবিটায় রৌদ্রজ্জল দিন যেমন সত্য,তেমনি সত্য এই পটভূমি এখন ধূসর হয়ে যাওয়ার। এখন ক্যালিফোর্নিয়ার সোনোমা কান্ট্রিতে এই সবুজ সাজানো উজ্জ্বল দিনের ছবি কি দেখা যায়? এক পলকেই তো স্মৃতির জানালায় উকি দেয়। তাইনা?

হ্যা,যেমনটা অন্যসময় এলবামের কাভারে সেই চিরচেনা "দ্যা ব্লিস" উকি দিচ্ছে। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে,ওপারে রুপক কেমন আছে, আমাদের এই দিক থেকে দেখা ধূসর পৃথিবীর ওপারে নিশ্চই আলো ঝলমলে এক সবুজ ঘাসের চাদর উকি দেয়। ভালো থাকো রুপক ওপারে। অনেক অনেক ভালোবাসা।


.......তোমার চোখের দূরের আকাশ মিশে থাকে
রূপক হয়ে,
তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় সরব একা।
তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা........
 সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা


রিফাত আহাম্মেদ
ফেব্রুয়ারী ১৪ , ২০১৯

No comments:

Post a Comment

মাতাল নদীর রোদ ও পিংক ফ্লয়েড

এক লোক ট্রল করে ফেবু তে এই লোকের গাওয়া পিংক ফ্লয়েডের উইশ ইউ আর হিয়ার এর বাংলা ভার্শান দিলো ।  বাট আমার গান টা অসম্ভব ভালো লাগে । এক ধরণের ঘো...