Sunday, 5 April 2020
বাংলা সংস্কৃতির অতীত ,ভবিষ্যত,ঢাকা কলকাতা কিংবা বিচ্ছিরি বিতর্ক
কি বিচ্ছিরি এবং বিভৎস
এই মতামতের পাশে ব্র্যাকেটে ব্যাক্তিগত মতামত লিখে দেওয়ারও কোন প্রয়োজন আশা করি নেই।
বিতর্ক করতে কাকে কাকে নেওয়া হয়েছে,তাদের ভাষাগত জ্ঞ্যানের পরিধি কতকটুকু সেগুলো নিয়েও কোন কথা নেই, কথা হল এইটা কোন বিতর্ক করার মত বিষয় হল?
একদমই খুবই সুস্পষ্টভাবে একটা বিভাজন রেখা টেনে দিলেন ,জিওগ্রাফিক লাইন টাকে ভাষার মাঝে নিয়ে আসলেন। হ্যাঁ, এইসব আলোচনা ত আসলেই সার্বজনিন ট্যাবু, এটাকে সেক্স এডুকেশানের মত ভুল ট্যাবু হিসেবে চিহ্নিত করে আবার একটা মঞ্চ করে অনুষ্ঠানের আয়োজন করে ফেলেছেন। বাহ !
ভাষা তার নিজের গতিতেই চলছে, পরিবর্তিত হচ্ছে । এটা নিয়ে এসবের কোন অর্থ আমি খুজে পাই না। কয় দিন আগে ইউটিউবের আরেক চ্যানেলে লোকজন কে ধরে ধরে টেবিল এর বাংলা, চেয়ারের বাংলা জিজ্ঞেস করা হচ্ছে, সেই ভিডিওর কাভারে আবার লেখা "আমরা কি বাংলা পারি?" এরকম কিছু । দয়া করে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের পারিভাষিক শব্দ এর অংশ টুকু পড়বেন। ব্যাকরণ এর পার্ট অনেকেই না পড়ে চলে যায়, SSC তে ব্যাকরণ থেকে শুধু MCQ আসে তো,তাই বুঝাও যায় না এই ৫০ মার্কে প্রাপ্ত নম্বর কি বুঝে পড়ে এসেছে নাকি দৈবচয়নে বৃত্ত বেছে নেওয়ার ফল । যাকগে, কারো মেধার নিয়ে কোন প্রশ্ন তুলতে চাই না, আমি নিতান্তই তুচ্ছ একটা মানুষ। শুধু বলব, যখন দুই বাংলার ভাষা দু বাংলার কাছেই এত আপনা আর দুই যমজ ভাই বা বোনের মত, সেখানে এই বিতর্ক দেখার পর লোকজন নিজের দেশের বাইরে কারো মুখে বাংলা সাহিত্য নিয়ে কথা শুনলে আগে জিজ্ঞেস করবে আপনার দেশ কোনটা, এর পর আলোচনা সামনে আগাবে নাকি সেখানেই বিদায় নিবে,এই দৃশ্য কল্পনা করে গায়ে কাটা দিচ্ছে।
যাই গান শুনি,
"আমি বাংলায় কথা কই............"
ফেব্রুয়ারী ২৪, ২০১৯
Subscribe to:
Post Comments (Atom)
মাতাল নদীর রোদ ও পিংক ফ্লয়েড
এক লোক ট্রল করে ফেবু তে এই লোকের গাওয়া পিংক ফ্লয়েডের উইশ ইউ আর হিয়ার এর বাংলা ভার্শান দিলো । বাট আমার গান টা অসম্ভব ভালো লাগে । এক ধরণের ঘো...

-
ছোটবেলায় একবার খাতায় কলম দিয়ে নদী আর নদীতে পানি আঁকছিলাম। সবে মাত্র পেন্সিল থেকে কলমে গিয়েছি, তাই হুট হাট কলম ধরার ব্যাপারে আম্মুর অলিখিত নি...
-
২৬ নভেম্বর ২০১৩ ( ইন্টার ফার্স্ট ইয়ারের সময়কার , সবে স্কুল ছাড়ার কষ্ট একটু একটু করে বুকে লাগা আরম্ভ করেছিল মাত্র ) নোয়াখালী জিলা স্কুল -...
No comments:
Post a Comment