স্বাধীনতা মানে পাখির বাসায়
মধুর কলোরব,
স্বাধীনতা মানে আকাশে উড়োবো
আমার স্বপ্ন সব।
স্বাধীনতা পাবে তপ্ত রোদে
গাছের ছায়ার নিচে,
কৃষক রাখাল মাটিতে বসে
হাসবে মিছে মিছে।
কোথায় পাবে স্বাধীনতা -
শুধাও কেন আমায়?
কিশোরের এসে লাফিয়ে পড়ছে
পানিতে উদাম গায়।
স্বাধীনতা দেখতে চাও
হে আমার বন্ধু?
তার জন্যে পাড়ি দিতে হবেনা তোমায়
যেতে হবেনা এক বিন্দু।
সবুজ ক্ষেতের নাচন দেখে
নেচে ওঠে গাছপালা ,
সারা বাংলার আকাশে বাতাসে
আছে স্বাধীনতার মালা।
মায়ের কোলে মাথা রেখে
কত গল্প শুনি,
একেই কি বলে স্বাধীনতা?
আমি মনে হয় জানি।
তপ্ত শীতল মাটির মাঝে
খালি পায়ে হেটে চলা,
এর চেয়ে মধুর স্বাধীনতা
যায় কি কিছুকে বলা?
- রিফাত আহাম্মেদ
Subscribe to:
Post Comments (Atom)
মাতাল নদীর রোদ ও পিংক ফ্লয়েড
এক লোক ট্রল করে ফেবু তে এই লোকের গাওয়া পিংক ফ্লয়েডের উইশ ইউ আর হিয়ার এর বাংলা ভার্শান দিলো । বাট আমার গান টা অসম্ভব ভালো লাগে । এক ধরণের ঘো...

-
ছোটবেলায় একবার খাতায় কলম দিয়ে নদী আর নদীতে পানি আঁকছিলাম। সবে মাত্র পেন্সিল থেকে কলমে গিয়েছি, তাই হুট হাট কলম ধরার ব্যাপারে আম্মুর অলিখিত নি...
-
এক্সপেক্টেশান আর রিয়েলিটি পুরোপুরি আপেক্ষিক। প্রিভিয়াস রিয়েলিটির উপর এক্সপেক্টেশান গড়ে ওঠে, আবার সেই এক্সপেক্টেশান রিয়েলিটিকে প্রভাবিত ...
No comments:
Post a Comment