Sunday, 5 April 2020

নারী -নাজমুস্ শাহাদাত


আদিকাল হতে বঞ্চনার শিকার
স্রষ্টার সৃষ্টি এ নারী জাতি ।
শৈশবের পরিচিত পরিবেশ থেকে
শিখে নেয় নিঃস্বার্থ হওয়া ।

তাই, বোন ভাইয়ের পাতে হৃষ্ট চিত্তে
তুলে দেয় মাছের মুড়ো,
ত্যাগের আনন্দে আপ্লুত হয়ে
নিজ পাতে তুলে নেয় কাঁটাযুক্ত লেজটা।

পুরুষের লজ্জা থাকা নাকি বেমানান
আর নারীর নাকি ভূষণই লজ্জা ।
তাই ত্রয়োদশীর দ্বারে যৌবন যখন
করাঘাত করে, তখন ঋতুবতী
কষ্টে হয় বিব্রত, লজ্জায়
লজ্জাবতী লতার মত ম্রিয়মাণ হয়ে যায়।

জন্ম থেকে আঠারো বিশ বছরের
পরিচিত পরিবেশকে ছেড়ে অন্য কোথাও
নারীকে চলে আসতে হয়
'বিয়ে' নামক নিষ্ঠুর নিয়মের বেড়ী পরে।

এত বছরের স্মৃতি বিজড়িত
বড় পুকুরের সান বাধানো ঘাট,
পশ্চিম পুকুর পাড়ের দিগন্ত বিস্তৃত মাঠ
দক্ষিণ বাড়ির নূরীর মা, মনুর মা বুড়ি,
বিড়াল, কুকুর, সব পর হয়ে যায় তার।



তারপর কত বিনিদ্র প্রহর কেটে যায়
স্মৃতিরা ঝাপসা হয়ে আসে,
স্বামীর বাড়িকে নিজের করে ভাবে,
বিসর্জনের আনন্দে অকাতরে নিজেকে বিলিয়ে দেয়।
মা, বাবা, ভাই, বোন বলে সবাইকে জানে,
কিন্তু তাকে ডাকা হয় বৌমা, ভাবি,অমুকের মা বলে।
একসময় নিজের নামটুকুও মুছে যায় ।

আদিকাল হতে বঞ্চনার শিকার
স্রষ্টার সৃষ্টি এই নারী জাতি।
যৌবনবতী বিধবা হলে কাটিয়ে দেয়
নিরাভরণা, শুভ্র বসনা হয়ে বাকী জীবন।
আর স্ত্রী বিয়োগের পর পৌঢ় পুরুষ
নতুনের আনন্দে দিন গুনে শিহরিত হয়।
নারীর চাওয়া পাওয়ার দাবী বেহায়াপনা,
আর পুরুষের সংসার টিকিয়ে রাখার অজুহাত।

এক নারী অন্য নারীকে সহ্য করতে পারে না,
তাই শাশুড়ি-বউ, ননদ-ভাবির খিটিমিটি অহরহ।

হে নারী, নিজেকে ভালোবাসতে শেখো,
শেখো অন্য নারীকে ভালোবাসতে;
তাহলে একটু হলেও দুঃখ যাবে কমে।

-নাজমুস্ শাহাদাত

No comments:

Post a Comment

মাতাল নদীর রোদ ও পিংক ফ্লয়েড

এক লোক ট্রল করে ফেবু তে এই লোকের গাওয়া পিংক ফ্লয়েডের উইশ ইউ আর হিয়ার এর বাংলা ভার্শান দিলো ।  বাট আমার গান টা অসম্ভব ভালো লাগে । এক ধরণের ঘো...