সেহরির পরে, রাতের শেষ ভাগ।ওয়েদার এপ এ দেখালো গত কয়েকদিনের মত প্রচন্ড গরম পড়বে আজও। কিন্তু রাতুল বলল আজ অনেক জায়গাতেই নাকি ঝড় তুফান হল, নোয়াখালীর দিকেও তুফান হবে। আমি কিছুটা হেসে উড়িয়ে দিয়েই বললাম, "ওয়েদার এপ গুলো ৯০% কারেক্ট, এখানে কোন বৃষ্টির ছিটেফোঁটাও দেখাচ্ছে না :P "
কানে হেডফোন লাগিয়ে কম্পিউটারে কাজ করতে বসলাম।
এমন সময় রাতুল মোবাইলের ফ্ল্যাশ লাইট কয়েকবার অন অফ করল। হেডফোন খুলে পেছনে ফিরতেই বলে উঠল, "বাইরে অলরেডি তুফান শুরু "
নিজের কথাকে ঠিক রাখতে বললাম, "ও আচ্ছা তুফান ত হতেই পারে, কিন্তু বৃষ্টি হবেনা মেবি, রেইন প্রেডিকশান নাই"
হুট করে দেখলাম পিসিতে নেট নেই। বাইরের লাইট টা, যেটা রুমের জানালার পাশে জ্বলতো, সেটাও নিভে গেছে।
কান থেকে হেডফোন সরাতেই দেখি ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। সাথে একটা স্নিগ্ধ শীতল বাতাস।
নেট নেই দেখে পিসি তে অফলাইন ডাউনলোড করা অর্ধেক দেখা মুভি টা আবার চালিয়ে দিলাম। Before sunrise ( 1995)
এই শীতল বাতাসে মুভির প্রত্যেকটা লাইন খুব মায়াবী শুনাচ্ছিল। এই ছেলে আর মেয়ের মধ্য উদ্দেশ্যহীন ছন্নছাড়া কথাবার্তাগুলো, আর অহেতুক আনন্দে মিটিমিটি হাসা দেখে নিজেদের কথা মনে পড়ল।
আমি আর নিতু ঠিক এরকমই উদ্দেশ্যহীন। তবু বোধয় সব বুঝতে পারি। অথবা বুঝতে চেষ্টা করি।
বৃষ্টি হচ্ছে। অথচ এখনো ওয়েদার এপ এ বৃষ্টির কোন নাম গন্ধও দেখাচ্ছেনা। মোবাইলের ওয়েদার এপ এর কোন আপডেট আসলো কিনা চেক করলাম। দেখলাম লেটেস্ট ভার্শান টা ই আছে। হালার কি এক শরম দিলো -_-
https://www.imdb.com/title/tt0112471/
No comments:
Post a Comment